ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে বিজিবি মোতায়েন

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৫:৪৩

সাহস ডেস্ক

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারে করে জরুরি ভিত্তিতে চার প্লাটুন বিজিবি (বর্ডার গর্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি তারা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে ফেইসবুকে কটূক্তি করায় শনিবার (১৯ অক্টোবর) বিপ্লব বিশ্বাস নামের এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। এরই জের ধরে রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে পূর্বঘোষিত একটি সমাবেশের ডাক দিয়েছিল স্থানীয় জনতা।

''এসময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মাহাফুজ, মিজান, শাহীন ও মাহবুব নামে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে সাংবাদিকসহ অন্তত অর্ধশত।''

এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত