ভোলায় পুলিশ-জনতার সংঘর্ষে চারজন নিহত

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৪:১৫

সাহস ডেস্ক

ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার প্রতিবাদে ভোলায় মুসল্লিদের একটি সমাবেশে পুলিশ-জনতার সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে শতাধিক।

রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে পূর্বঘোষিত একটি সমাবেশে ছিল।

নিহতরা হলেন- মিজান (৪০) ও মাফুজ পাটোয়ারি (৪৫)। অপরজন মারা যান ভোলা সদর হাসপাতালে। এছাড়া দুপুর আড়াইটার দিকে আব্দুল গণি নামের আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা গেছে, হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে ফেইসবুকে কটূক্তি করায় শনিবার (১৯ অক্টোবর) বিপ্লব বিশ্বাস নামের এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। এরই জের ধরে রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে পূর্বঘোষিত একটি সমাবেশের ডাক দিয়েছিল স্থানীয় জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সমাবেশ সময়ের আগে শেষ করতে বলায় সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন রোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত