হাইকোর্টে ৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৩:৩৬

সাহস ডেস্ক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের জন‌্য ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নিয়োগ পাওয়া নতুন বিচারপতিরা হলেন- কাজী এবাদত হোসেন, কেএম জাহিদ সারওয়ার কাজল, কাজী জিনাত হক, মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, একেএম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ হতে অনধিক দুইবছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত