কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৩:১৬

সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে গ্রেপ্তার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে শনিবার রাতে র‍্যাব গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এজন্য র‍্যাব ১ এর কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হবে।

কী কী অভিযোগে মামলা দায়ের করা হবে তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন র‍্যাব ১ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

এর আগে আজ কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। রাজীব ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

রবিবার (২০ অক্টোবর) যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তের আলোকে অসামাজিক ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত