রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বিশ্বব্যাংকের সক্রিয় ভুমিকা চায় বাংলাদেশ

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১২:৫৮

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইনের বাসিন্দা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বিশ্বব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। এক্ষেত্রে বিশ্বব্যাংক একটি বড় ভূমিকা রাখতে পারে।

শনিবার ( ১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফ’র বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার, সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও বাংলাদেশকে এখন চড়া মূল্য দিতে হচ্ছে। যতো দ্রুত সম্ভব রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনে বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বাংলাদেশ।

মুস্তফা কামাল বলেন, কোনো অল্টারনেটিভ অ্যাকশন নেই, শুধু তাদের ফিরিয়ে নেন। আমরা বিশ্বাস করি বিশ্বব্যাংক বিশ্ববাসীর সঙ্গে আলাপ করে একটা পজেটিভ সিদ্ধান্ত নেবে। মিয়ানমার তাদের নিয়ে যাবে কিন্তু কবে নিয়ে যাবে সেই টাইমলাইন চাই আমরা। আশা করি দ্রুত এ টাইম লাইন আসবে।

এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকতে চায় বিশ্বব্যাংক। বার্ষিক সম্মেলনের এক সেশনে কক্সবাজার উন্নয়নেও কাজ করার কথা জানায় সংস্থাটি।

যদিও, অর্থমন্ত্রী বলছেন, আর্থিক সহযোগিতা নয়, দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে বিশ্বব্যাংকের সক্রিয় ভুমিকা চায় বাংলাদেশ।  তিনি বলেন, সিদ্ধান্ত নিতে হবে একটা। আপনি কি টাকা চান নাকি রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন। আমাদের উদ্দেশ্য একটাই তাদের ফেরত পাঠানো। দেশের মানুষ এটাই চায়। এর বাইরে আমাদের চিন্তার সুযোগ নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত