কাউন্সিলর রাজীব যুবলীগ থেকে বহিষ্কার

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১১:৫৪

সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে গ্রেপ্তার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। রাজীব ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

রবিবার (২০ অক্টোবর) যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তের আলোকে অসামাজিক ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে গতকাল শনিবার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম জানান, রাজীবের বিরুদ্ধে অভিযোগ, নামে-বেনামে রাজধানীতে তার বেশ কয়েকটি ফ্লাট ও গাড়ি রয়েছে। এছাড়া, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত