চট্টগ্রামে জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯, ১০:৪১

চট্টগ্রাম নগরের জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক দোকান পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

১৯ অক্টোবর (শনিবার) ভোর পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানায়, জহুর হকার্স মার্কেটের পাশে জালালাবাদ মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বিকট শব্দে দুটি বিস্ফোরণের পর আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ দুটি মার্কেটের সরু পথে গড়ে উঠা পাইকারি কাপড়ের দোকানের পাশাপাশি কম্বলের কারখানা ও গুদামসহ বিভিন্ন কাপড়ের খুচরা দোকান রয়েছে। তবে কোনো প্রাণহানীর তথ্য পাওয়া যায়নি।

কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত