প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন ফিফা সভাপতি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৯, ১৩:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এসময় তারা বাংলাদেশের ফুটবলের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বাংলাদেশের ফুটবলের সম্প্রতি উন্নতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য তার নেয়া পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। ফিফা সভাপতি তার সংস্থা থেকে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাফুফে ভবন পরিদর্শনে যাবেন ফিফা প্রেসিডেন্ট। সেখানে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সভা করবেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফিফা প্রধান। এ সময় তাকে স্বাগত জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণসহ অন্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত