বুয়েটে আজ গণশপথ নিবেন শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৩:১৫

বুয়েট ক্যাম্পাসে সন্ত্রাস ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে গণশপথ কর্মসূচি পালন করবেন বুয়েটের ছাত্র ও শিক্ষকেরা। এই কর্মসূচির মধ্য দিয়ে মাঠের কর্মসূচির ইতি টানবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বুয়েট মিলনায়তনে এই কর্মসূচি পালিত হবে।

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের কর্মসূচিটি বাইরে হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে মিলনায়তনে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) শিক্ষার্থীরা সংবাদ সন্মেলন করে বলেন, বুধবার শিক্ষক-শিক্ষার্থীরা মিলে নতুনভাবে চলার পথ শুরু করতে শপথ নিবো। তবে খুনিদের স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত কোনও একাডেমিক কার্যক্রমে আমরা অংশ নিবো না।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা লক্ষ্য করেছি, অন্তরাল থেকে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের কোনো স্বার্থান্বেষী মহলের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত