‘মাঠ পর্যায়ে’ আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছেন না শিক্ষার্থীরা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১৮:২৩

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর শুরু হওয়া আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে তারা বলছেন, চার্জশিট হওয়ার পর অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত কোনও একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না তারা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনব্যাপী সভা শেষ শিক্ষার্থীরা সাড়ে ৫টার দিকে এই ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বলছেন, বুধবার শিক্ষক-শিক্ষার্থীরা মিলে নতুনভাবে চলার পথ শুরু করতে শপথ নেয়া হবে। তবে খুনিদের স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত কোনও একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা লক্ষ্য করেছি, অন্তরাল থেকে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের কোনো স্বার্থান্বেষী মহলের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

দেশবাসীর প্রতিও আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, স্বার্থান্বেষী মহলের এজেন্ডা দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা মাঠ পর্যায়ে আমাদের অবস্থান দীর্ঘায়িত করে ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ দিতে চাই না। সে কারণে আগামীকাল থেকেই আমরা মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত