আদালত চত্বরে অবস্থান নিয়েছেন সম্রাটের সমর্থকরা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১২:১০

দুই মামলায় ২০ দি‌নের রিমান্ড শুনা‌নির জন্য আদালতে আনা হ‌বে ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবলী‌গের ব‌হিষ্কৃত সভাপ‌তি ইসমাইল হো‌সেন চৌধুরী সম্রাট‌কে। তাই সকাল থেকেই রায়সাহেব বাজার থেকে ঢাকার সিএমএম আদালতের গেট পর্যন্ত অবস্থান নিয়েছেন যুবলীগের সমর্থকরা। তারা সম্রাটের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন।

মঙ্গলবার (১৫ অ‌ক্টোবর) তাকে আদালতে আনার কথা। তবে ডিবি ও পুলিশ যুবলীগ সমর্থকদের সরিয়ে দিচ্ছে।

পু‌লিশ মূল গেটের সাম‌নে থে‌কে তা‌দের স‌রি‌য়ে দি‌তে চাই‌লেও তারা সেখা‌নেই অবস্থান কর‌ছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকার জুয়াড়িদের কাছে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত। অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে র‌্যাবের হাতে ধরা পড়েন সম্রাট। গত ০৭ অক্টোবর সম্রাটের বিরুদ্ধে রমনা মডেল থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে দুটি মামলা করেন। ৫ অক্টোবর গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাটকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত