বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়া হবে কি-না সিদ্ধান্ত দুপুরে

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১১:৫৩

আবরার হত্যার প্রতিবাদে চলমান আন্দোলন চালিয়ে যাওয়া হবে কি-না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা জানান, সকল ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আলোচনা করা হবে। আন্দোলন চালিয়ে যাওয়া হবে, না কি আল্টিমেটাম দিয়ে তা স্থগিত রাখা হবে সেসব বিষয়ে সিদ্ধান্ত হবে সেখানে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তারা।

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের ঘোষণা অনুযায়ী বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন ১৩ ও ১৪ অক্টোবর দুইদিন স্থগিত রাখা হয়। গতকাল (সোমবার) রাতে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে বসার কথা থাকলেও ভর্তি পরীক্ষার জন্য আমাদের অনেকে একত্রিত হওয়া সম্ভব হয়নি। এ কারণে আজ মঙ্গলবার সকালে বসার কথা রয়েছে। আলোচনার সিদ্ধান্ত দুপুরে সাংবাদিকদের জানানো হবে।

বুয়েট আন্দোলনে সমন্বয়কারীদের একজন ইসমাইল হোসেন তাজ বলেন, গতকাল রাতে আন্দোলনের বিষয়ে বৈঠকের কথা থাকলেও ভর্তি পরীক্ষা উপলক্ষে নানা ব্যস্ততায় সেটি সম্ভব হয়নি। আজ সকালে আমাদের বৈঠক হবে। সেখান থেকে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তবে কিছু শিক্ষার্থী মনে করছেন, তাদের অধিকাংশ দাবি বাস্তবায়নের পথে। ইতোমধ্যে কিছু বাস্তবায়িত হয়েছে। যার কারণে আন্দোলন চালিয়ে যাওয়া উচিত হবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত