কড়া নিরাপত্তায় বুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ১৫:৩৭

কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এক হাজার ৬০ আসনের বিপরীতে পরীক্ষা দেন ১২ হাজার ১৬১ জন। অর্থাৎ আসন প্রতি লড়েন ১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

সোমবার (১৪ অক্টোবর) তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে বুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।

ভর্তি পরীক্ষা কমিটির প্রধান প্রাণ কানাই সাহা বলেন, ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১৬ হাজার ২৮৮ জন শিক্ষার্থী আবেদন করে।

এর আগে ১০ দফা দাবিতে বুয়েটের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে দুই দিনের জন্য আন্দোলন শিথিল করেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত