শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ চান অভিভাবকরা

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ১৪:০৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের সব অনুষদ ও বিভাগের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এক হাজার ৬০ আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ১৬১ জন। অর্থাৎ আসন প্রতি লড়ছেন ১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তার মধ্যে যাচাই-বাছাই করে ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক মিজানুর রহমান।

এর আগে ১০ দফা দাবিতে বুয়েটের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে দুই দিনের জন্য আন্দোলন শিথিল করেন তারা।

পাবনা থেকে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীর এক অভিভাবক গিয়াস উদ্দিন বলেন, ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে এসেছি। বুয়েটে সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধ চাই। আমি চাই না রাজনীতির কারণে বলি হোক আমার সন্তান।

ময়মনসিংহ থেকে আসা রাশেদুল হক বলেন, আবরারের ঘটনার পর থেকে আমি নিজেও চাইনি আমার ছেলে এখানে পরীক্ষা দিক। পুকুরের পানি নষ্ট হয়ে গেছে, সেখানে মাছ ছাড়লে বাঁচবে?  শুধু বুয়েট না, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় ছাত্র রাজনীতি থাকা উচিত না।

তাহমিনা লাইলা বানে আরেক অভিবাবক বলেন, মেয়েকে নিয়ে আসার সময় আবরারের হলটা দেখেই মনটা খারাপ হয়ে গেছে। এখানে কিসের রাজনীতি? মায়ের বুক খালি করার রাজনীতি, এই রাজনীতি চাই না। আমার মেয়ে হলে কী করে, আমি কীভাবে বলবো।

ধানমন্ডি থেকে ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে আসা খাদিজা আক্তার মহুয়া বলেন, আপনারা বলেন পড়ালেখার মধ্যে রাজনীতি দরকার আছে কিনা? স্কুল থেকে শুরু হয় ছেলেমেয়ে নিয়ে দুশ্চিন্তা। এখন আবার বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়ে পড়তে দিয়ে দুশ্চিন্তা। তাদের পড়তে পাঠিয়েছি, লেখাপড়া ছাড়া তাদের আর কোনও কাজ নাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত