x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৫৪ জন, মৃত ৩৩ জন
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৭ লাখ ১১ হাজার, আক্রান্ত ১ কোটি ৮৯ লাখেরও বেশি

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ১১:৫৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ড. আলফাজ হোসেন ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। তারা দিবসটির গুরুত্ব ও বিভিন্ন দূর্যোগে করণীয় সম্পর্কে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধ আব্দুস সামাদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার, চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার শফিকুল ইসলাম খান, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকারসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার ২টি বিভাগে পুরস্কার দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত