বুয়েটের ছাত্র সংগঠনগুলোর অফিস সিলগালার সিদ্ধান্ত

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ১৫:১৬

প্রশাসনিক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলগুলোতে যারা অবৈধভাবে অবস্থান করছেন, তাদের সিট খালি করা ও সাংগঠনিক ছাত্র সংগঠনগুলোর অফিস রুম বন্ধ করে তা সিলগালা করার জন্য ছাত্রকল্যাণ পরিচালককে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইদুর রহমান স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়। শনিবার থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী ছাত্র রাজনীতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ডিসিপ্লিন ভঙ্গের দায়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিং বা ছাত্র নির্যাতনের অভিযোগ এলে, ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে দ্রুত বিচার করে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত