প্রসঙ্গ আবরার: বিকেলে উপাচার্য-শিক্ষার্থী বৈঠক

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১২:৫১

বুয়েটে আবরার হত্যার প্রতিবাদে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ১০ দফা দাবির প্রেক্ষিতে শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫ টায় শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবেন উপাচার্য সাইফুল ইসলাম।

আনুষ্ঠানিকভাবে উপাচার্য বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে উপাচার্য যে শিক্ষার্থীদের সাথে কথা বলবেন তা জানাজানি হয় বৃহস্পতিবার রাতেই।

এর আগে শুক্রবার দুপুর দুইটার মধ্যে উপাচার্য শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ না করলে বুয়েট ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

এদিকে, সকাল থেকেই বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে এসে জড়ো হয়েছেন। 

গত রবিবার শিবির সন্দেহে বুয়েট শাখা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীরা আবরারকে রুম থেকে ডেকে নিয়ে যায়। পরে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নাম্বার রুমে আবরারকে নির্যাতন করা হয়। অতিরিক্ত নির্যাতনের কারণে দেহের অভ্যন্তরের রক্তক্ষরণে মারা যায় আবরার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত