ম্যাসেঞ্জারে আগেই আলোচনা হয়েছিল আবরারকে নিয়ে

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১১:১১

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ১৬ জন। এরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য।

আবরার হত্যাকাণ্ডের আগে থেকেই বুয়েটের শেরে বাংলা হলের নেতা-কর্মীদের নিয়ে গড়া একটি ম্যাসেঞ্জার গ্রুপে কথা হয় আবরার হত্যার সাথে সংশ্লিষ্টদের।

রবীন: ১৭-র আবরার ফাহাদ। মেরে হল থেকে বের করে দিবি দ্রুত। এর আগেও বলেছিলাম। তোদের তো দেখি কোনো বিকার নেই। শিবির চেক দিতে বলেছিলাম।
মনিরুজ্জামান: ওকে ভাই। 
মেহেদী: দুই দিন টাইম দিলাম।
মনিরুজ্জামান: ওকে ভাই।
মেহেদী: দরকারে ১৬ ব্যাচের মিজানের সাথে কথা বলিস। ও আরও কিছু ইনফরমেশন দেবে শিবির ইনভলভমেন্টের বিষয়ে।

রবিবার রাত ৭টা ৫২ মিনিট 

মনিরুজ্জামান মনির: নিচে নাম সবাই। 
শাহীন: ওকে ভাই। 
শওকত: ওকে ভাই।

আবু নওশাদ সাকিব: আবরার ফাহাদ কী হলে আছে? 
শামসুল: হ ভাই। ২০১১ তে। 
নওশাদ: ২০১১ তে আছে।

রাত ১টা ২৬ মিনিট

অজ্ঞাতনামা: আবরার ফাহাদকে ধরছিলি তোরা? 
ইফতি: হ। 
অজ্ঞাতনামা: বের করসস।
মোশাররফ: কী? হল থেকে নাকি স্বীকারোক্তি? 
অজ্ঞাতনামা: স্বীকার করলে তো বের করে দেওয়া উচিত। 
ইফতি: আবরার ফাহাদ মরে যাচ্ছে। 

ইফতি: মরে যাচ্ছে। মাইর বেশি হয়ে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত