'আমরা দেশের ছেলেদের পশুতে পরিণত করছি'

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৯, ১৪:৩৩

দেশের ছেলেদের পশুতে পরিণত করা হয়েছে। এমন মন্তব্য করেছেন গণফোরামের সভাপরি ড. কামাল হোসেন। এসময় আবরার হত্যার বিচারে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আবরার হত্যার বিচারের দাবিতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘এদের ছেলে বলব না। এরা জানোয়ার। নিরীহ লোককে এরা পিটিয়ে পিটিয়ে হত্যা করে। আমরা দেশের ছেলেদের পশুতে পরিণত করছি। এটা ভয়াবহ। দেশকে এই অবস্থা থেকে মুক্ত করতে হবে।’

গণফোরাম সভাপতি বলেন, ‘যারা রুগ্ন, তারাই এগুলো করতে পারে। গুরুতরভাবে রুগ্ন। একটা ছেলে নিজের মত প্রকাশ করেছে, তাকে এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। এটা আমাদের সভ্যতার, স্বাধীনতা অর্জনের ও সংবিধানের ওপর আঘাত।’

তিনি বলেন, ‘সংবিধানে পরিষ্কার বলা আছে, আমাদের মতপ্রকাশের স্বাধীনতা আছে। আমার সঙ্গে একমত না হলে তাকে পিটিয়ে মারা সংবিধান ও রাষ্ট্রবিরোধী।’

তিনি আরও বলেন, পরাধীন আমলে যেসব ঘটনা ঘটেছে, স্বাধীন দেশে তা ঘটবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের সন্ত্রাস বন্ধ করতে হবে।

ছাত্ররাজনীতি বন্ধ প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি তিনি কোনো দিন চাননি। লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পরিণতি দেখা যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত