'হলগুলোতে তল্লাশি অভিযান চালানো হবে'

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৯, ১৪:১৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করা হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্টমন্ত্রী এই কথা জানিয়েছেন। তিনি জানান, আবরার হত্যার চার্জশিট দ্রুততম সময়ে দেয়া হবে।

এসময় আবরার হত্যাকাণ্ডে আটক হওয়া বুয়েট ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অমিত সাহার বিষয়ে মন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডে অমিত জড়িত কিনা তদন্তের পর বলা যাবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর কতৃর্পক্ষের সঙ্গে আলাপ করে হলগুলোতে তল্লাশি অভিযান চালানো হবে। একই সঙ্গে শুধু শুদ্ধি অভিযান নয়, দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার।

উল্লেখ্য, গত রবিবার শিবির সন্দেহে ও ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত জানানোর অভিযোগে, শেরে বাংলা হলের ২০১১ নাম্বার রুমে আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগ। সেখানে তাকে নির্যাতন করে হত্যা করা হয়।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত