দাবি না মানলে বুয়েটের সব ভবনে তালা দেওয়ার ঘোষণা

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৯, ১২:৫৮

সাহস ডেস্ক

আবরারের খুনিদের বুয়েট থেকে আজীবন বহিস্কার, দ্রুত চার্জশিট দেয়া, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ ১০ দফা দাবিতে আজও বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মেধাবী শিক্ষার্থীদের ১০ দফা দাবী বাস্তবায়ন না হলে বুয়েটের সব ভবনে তালা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা না বললে ভর্তি পরীক্ষাসহ বুয়েটের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়।

অন্যদিক, আজ বেলা ১১টার দিকে আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে আটক করেছে ডিবি পুলিশ।

এদিকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি। উপাচার্যকে পদত্যাগের দাবি জানিয়েছেন তিনশ’ শিক্ষক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত