কারাগার থেকে হাসপাতালে সম্রাট

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ১৭:৩৭

যুবলীগ ঢাকা দক্ষিণের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সম্রাট এখন হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

মঙ্গলবার (৮ অক্টোবর) তার চিকিৎসায় হাসপাতালের পরিচালক আফজালুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বুকে ব্যথা অনুভব করলে সকাল ৭টার দিকে কেরানীগঞ্জ কারা কর্তৃপক্ষ সম্রাটকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট এবং যুবলীগ ঢাকা দক্ষিণের সদ্য বহিষ্কৃত সহসভাপতি আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব। সম্রাটের কাকরাইল অফিস থেকে ক্যাঙ্গারুর চামড়া উদ্ধারের পর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। ওইদিনই তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত