বুয়েট ছাত্র আবরার হত্যার বিচারের দাবিতে সোচ্চার ফেসবুক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১৪:৪২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় ফেসবুক ব্যবহারকারী  শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার (৭ অক্টোবর) সকালে আবরারের লাশ উদ্ধারের পর এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

আবরারের সহপাঠীদের দাবি, ভারতের সঙ্গে সাম্প্রতিক চুক্তি নিয়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাসই কাল হয়েছে তার। তাদের দাবি, এ হত্যার বিচার করতে হবে।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টা ৩২ মিনিটে ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাস দেন নিহত আবরার ফাহাদ। সেখানে তিনি সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন চুক্তি নিয়ে সমালোচনা করেন। নিহত আবরার ফাহাদের বেশ কিছু ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার পোস্টের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জাড়িতদের দ্রুত বিচার দাবি করা হচ্ছে।

প্রবাসী ফারাবি মাহমুদ লিখেছেন, ‘আমি ছাত্র থাকা অবস্থায় স্ট্যাটাস দেওয়ার কারণে মাইর খাওয়ার থ্রেট খাইছি। আমার ইমিডিয়েট জুনিয়র ব্যাচের ছাত্র স্ট্যাটাস দেওয়ার কারণে মাইর খাইছে। আর আমার হলের ছয় বছরের জুনিয়রকে পিটিয়ে মেরেই ফেললো! জানি, বিচার নাই, তবুও বিচার চাই! চিৎকার করে বিচার চাই।’

ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাদিক রেজার স্ট্যাটাস- ‘বাংলাদেশ ও কাশ্মিরে ভারতের নানা আধিপত্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেসবুকে সরব ছিলেন আবরার।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর্জা তাসলিমা সুলতানা লিখেছেন, ‘‘বিশ্ববিদ্যালয়গুলোর টর্চার সেলের এবং ‘মজা করার’ নামে নানান কিসিমের টর্চারের অনুমোদন কি দিয়ে রাখিনি আমরা?!’’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত