আবরার হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১৩:৫০

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। এসময় বৃষ্টিকে উপেক্ষা করে তাদের সাথে মিছিলে অংশ নিয়েছে হাজারও শিক্ষার্থী।

দুপুর সাড়ে বারোটায় পলাশী থেকে এই বিক্ষোভ মিছিলের ডাক দেয় প্রগতিশীল ছাত্র জোটের কর্মীরা।

প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে মিছিলে অংশ নিয়েছে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। মিছিলে ছাত্রদলের নেতা কর্মীদেরও অংশ নিতে দেখা যায়। সেই সাথে মিছিলে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের সাধারণ শিক্ষার্থীরাও।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবরার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দুপুর ১টায় জাবি শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ও বাম ছাত্র সংগঠনের নেতারা। 

রবিবার দিবাগত রাতে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা যায়। অভিযোগ আছে, বুয়েট ছাত্রলীগের নেতা কর্মীরা শিবির সন্দেহে আবরারকে রাতে তাদের রুমে ডেকে নিয়ে যায়। পরে বুয়েটের শের-ই-বাংলা হলে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বুয়েট ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত