জামায়াত নেতার বাড়িতে লুকিয়েছিলেন সম্রাট

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১৪:৪২

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের একটি বাড়ি থেকে ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সংশ্লিষ্টরা বলছেন, ওই বাড়িটি ছিল জামায়াত নেতা মনির চৌধুরীর। এখানেই আত্মগোপনে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাট ও সহ-সভাপতি আরমান আলী।

রবিবার (৬ অক্টোবর) ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করা হয়।

যে বাড়িতে সম্রাট আশ্রয় নিয়েছিলেন সেই বাড়িটি কার? এমন প্রশ্নের জবাবে আলকরা ইউনিয়নের চেয়ারম্যান একেএম গোলাম ফারুক বলেন, পুঞ্জশ্রীপুর গ্রামের জনৈক মুনির চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সম্রাট। একসময় মুনির ছাত্রশিবির করতেন। এখন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করছেন। এলাকায় তিনি জামায়াত নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মনির চৌধুরী ফেনীতে থাকেন। মনির তার বাড়িতে আসা-যাওয়া কম করতেন। সম্প্রতি হঠাৎ করে তার আনাগোনা বেড়ে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। এমনকি দোতলা ওই বাড়িটির মূলফটকও বন্ধ থাকে। এরপরও পেছনের দরজা দিয়ে ওই বাড়িতে আসা যাওয়া করতেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত