রিফাত শরীফ হত্যা মামলার পলাতক ৪ আসামির আত্মসমর্পণ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১৩:৪৮

রিফাত শরীফ হত্যা মামলার পলাতক ৮ আসামির মধ্যে চার জন আদালতে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারীরা হলো, প্রিন্স মোল্লা (১৫), রাকিবুল হাসান রিফাত (১৫), আবু আব্দুল্লাহ রায়হান (১৬) এবং মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯)।

রবিবার (৬ অক্টোবর) সাড়ে দশটার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তারা।

বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজির আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চায়। আসামিদের মধ্যে তিন জনের বয়স কম হওয়ায় বিচারক তাদের শিশু আদালতে পাঠান এবং সিফাত প্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী মোস্তফা কাদের জানান, শিশু আসামিদের জামিন শুনানি চলছে।

গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরের দিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম শরীফ বরগুনা থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া সন্দেহভাজন অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।

এ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। মামলার এজাহারভুক্ত ছয় আসামিসহ গতকাল পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত