রংপুর উপনির্বাচন

নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৯, ১১:১৩

জাতীয় সংসদের রংপুর-৩ আসনে উপনির্বাচন চলছে। নির্ধারিত সময় সকাল ৯টাতেই ভোট গ্রহণ করা শুরু হয়।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন জানিয়েছে, রংপুর সদর ও মহানগরের সব ভোটকেন্দ্রে সকাল ৯টায় ভোট শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এই উপনির্বাচনে ১৭৫টি কেন্দ্রে ব্যবহার করা হয়েছে ইভিএম।

নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরশাদপুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ) ও বিএনপির রিটা রহমান। জোটের অংশীদার হিসেবে আসনে কোনো মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রিটা রহমান পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯ ভোট। ভোট পড়েছিল ৫২ দশমিক ৩১ শতাংশ।

উল্লেখ্য, গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এ আসনের সাবেক সাংসদ হুসেইন মুহাম্মদ এরশাদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত