পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ১৪:২৪ | আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ১৭:২০

নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রসিকতা করে বলেছেন, তিনি তার রাঁধুনীদের বলে দিয়েছেন যেন পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়। তার এ কথায় হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানস্থলে। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) ভারতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো পণ্য রফতানি বন্ধ করার আগে জানালে বাংলাদেশ পণ্য সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স দেখাচ্ছে। তাই দেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।