এনআরসি নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ১২:৫১ | আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ১৪:২৭

ভারতের নাগরিক তালিকা-এনআরসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন যে এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়া কিছু নেই।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানিয়েছে জাতিসংঘ অধিবেশনে পার্শ্ববৈঠকে মোদির সঙ্গে কথা হয়েছে।

নিউইয়র্কে মোদিকে প্রধানমন্ত্রী বলেছিলেন, এনআরসি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জবাবে মোদি বলেছিলেন, ভারত ও বাংলাদেশের দারুণ সম্পর্ক। এনআরসি নিয়ে উদ্বেগের কিছু নেই। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি কোনও সমস্যা দেখি না। আমার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা হয়েছে। সবকিছু ঠিকই আছে।

কয়েক দফায় খসড়া তালিকা প্রকাশের পর গত ৩১ আগস্ট (শনিবার) স্থানীয় প্রকাশিত হয় ভারতের আসাম রাজ্যের নাগরিক তালিকা। এই তালিকা থেকে বাদ পড়েন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। তাদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।