সরকার দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না: মওদুদ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৮

দুর্নীতিবাজরা এতটাই প্রসার লাভ করেছে যে সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এমন মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

মওদুদ আহমেদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হলে ক্যাসিনো, জুয়া, চাঁদাবাজি দূর হবে।

তিনি বলেন, সব ক্ষেত্রে পতন ঘটেছে। কোনো প্রতিনিধিত্বশীল সরকার না থাকায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারদলীয় নেতা–কর্মীদের দুর্নীতির এমন প্রসার ঘটেছে যে সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।

বক্তব্যে মওদুদ আহমেদ ছাত্রনেতাদের চাঁদাবাজির ঘটনাকে কল্পনার উর্দ্ধে বলে মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয় উপাচার্যদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মওদুদ আহমেদ বলেন, উপাচার্য একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু তাঁরাও আজ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন। 

ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতাদের নাম উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, শত শত নাম আছে যারা চাঁদাবাজি করে, ক্যাসিনো চালায় এবং জুয়ার আসর বসায়। এর সব এই দলেরই নেতা।

এ সময় মওদুদ আহমেদ সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত