যেখানেই ক্যাসিনো পাওয়া যাবে সেখানেই অভিযান: আইনমন্ত্রী

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৭

দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন, সে অভিযান চলবে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের সীমানার ভেতরে যেখানেই অবৈধ ক্যাসিনোর খবর পাওয়া যাবে, সেখানেই অভিযান চালানো হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন এতিমের অর্থ আত্মসাতের দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়ে জেলে গেছেন। দলটির সিনিয়র কো-চেয়ারম্যান দুর্নীতিবাজ। তিনি মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত। তিনি মুচলেকা দিয়ে বলেছেন, তিনি অপরাধী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আত্মীয়র প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী ও সমন্বয়ক শেখ দীপু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত