পাবনায় মোজাফফর আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪১

আব্দুল জব্বার

উপমহাদেশের কিংবদন্তী বাম রাজনীতিক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর (এফএফ) অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণসভা ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় ঈশ্বরদী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।  

ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ঠ কলাম লেখক সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত পাবনা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক রনেশ মৈত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, আ.ত.ম. শহিদুজ্জামান নাসিম, সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় পরিষদ সদস্য কমরেড আব্দুর রাজ্জাক, অধ্যাপক আবুল কালাম, জাসদ নেতা রশিদুল বাবু, ন্যাপ নেতা রেজাউল করিম মনি, গনতন্ত্রী পার্টির নেতা সুলতান আহমেদ বুরো, ঐক্য ন্যাপ নেতা আব্দুল হাই মঞ্জু চৌধুরী প্রমুখ। স্মরণসভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু। স্মরনসভায় উপস্থিত ছিলেন লেখক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, সিপিবি পাবনা জেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক আহসান হাবিব এবং ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সদস্য বৃন্দ।

বক্তাগণ বলেন, অধ্যাপক মোজাফফর আহমেদ ছিলেন উপমাহদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির নেতা। তিনি মহান মুক্তিযুদ্ধে সংগঠকের দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে অধ্যাপক মোজাফফর আহমদের নেতৃত্বের ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত