১৭ আগস্ট বোমা হামলা: ৫ জেএমবি সদস্যকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫

২০০৫ সালের ১৭ আগস্টে বোমা হামলার ঘটনায় ৫ জেএমবি সদস্যকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল। একইসাথে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক আল মামুন এ রায় দেন।

আসামিরা হলেন- আব্দুল্লাহ আল সুহাইল, হাবিবুর রহমান ওরফে হাবিব (পলাতক), মুসা ওরফে মুস্তাফিজুর রহমান (পলাতক), আব্দুর রহমান মাসুদ ও নূরুল ইসলাম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালে ১৭ আগস্ট আসামিরা ঢাকার খিলক্ষেত ওভারব্রিজের নিকট বোমা বিস্ফোরণ ঘটানয়। ওই ঘটনায় খিলক্ষেত থানার তৎকালিন এএসআই কাউছার আলম একটি মামলা দায়ের করেন।