এবার কলাবাগান ক্লাব ঘিরে রেখেছে র‌্যাব

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৭

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছে র‌্যাব। বর্তমানে তারা মাঠের পাশে অবস্থান নিয়েছেন। অভিযানে ভেতরের কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না। আর বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে অবস্থান নেয় র‌্যাব। র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছলে অভিযান শুরু হবে।

এ বিষয়ে র‌্যাব-২ এর অপারেশন অফিসার সাইফুল মালিক জানান, আমরা অভিযান শুরু করবো। বর্তমানে কলাবাগান ক্রীড়াচক্রের মাঠের পাশে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে র‌্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলছিল। এমন খবরে এখানে অভিযানের প্রস্তুতি নেয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে নিকেতনে শামীমের কার্যালয় ঘিরে রাখে র‌্যাব। এর পর বেলা ২টার দিকে তাকে আটক করা হয়।

অস্ত্রসহ যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামীমের সাত বডিগার্ডকে নিজেদের হেফাজতে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন জি কে বিল্ডার্সের কর্মচারী দিদারুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত