‘ক্যাসিনো খালেদ’কে গুলশান থানায় হস্তান্তর, ৩ মামলা দায়ের

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৫

রাজধানীর ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবের অবৈধ ক্যাসিনো মালিক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, মানিল্ডারিং ও অস্ত্র আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে ডিএমপির মতিঝিল থানা ও গুলশান থানা পুলিশ ও র‌্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

খালেদা মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে র‌্যাব-৩ এর পক্ষ থেকে এ মামলা করা হয়। গুলশান থানায় অস্ত্র ও ইয়াবা রাখার অভিযোগে এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে এ তিন মামলা করা হয়। আর মাদক আইনে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে মতিঝিল থানায়।

এর আগে বুধবার রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের যে ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয় সেই ক্লাবের মালিক ছিলেন যুবলীগের এই নেতা। গুলশান-২-এর নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাব।

আজ মামলা দায়েরের পর খালেদকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। তার রিমান্ড আবেদন করে আদালতে তোলা হবে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত