প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে দুদুর বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর (বুধবার) একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে জানান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালতে এ মামলার আবেদন করেন মহিউদ্দিন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।

দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন, সেভাবে শেখ হাসিনাও বিদায় হবেন। পরে এ বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আসামি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন।

মামলার এজাহারে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। এ ছাড়া, মামলায় বাদী নিজেসহ চারজন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত