x

এইমাত্র

  •  ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজন গ্রেপ্তার, ৬০ লাখ টাকা উদ্ধার
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৫৭৯ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৩ লাখের অধিক, সুস্থ হয়েছেন ২৯ লাখেরও বেশী
  •  আইসিইউতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯১১ জনের

প্রতিপক্ষের গুলিতে দুই জেএসএস কর্মী নিহত

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৫

প্রতিপক্ষের গুলিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতির (জেএসএস সংস্কার) দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন-রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মরিশ্যা ইউনিয়নের নবছড়া দুর্গম এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন রিপেল ও বর্ষণ। এসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কয়েকজন কর্মী এসে তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এম এ মঞ্জুর আলম জানান, ঘটনাস্থল খুবই দুর্গম। মরদেহগুলো উদ্ধারের জন্য যৌথবাহিনী নিয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত