বসিলায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান: মামলার প্রতিবেদন ১৭ অক্টোবর

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৫

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন জমার পরবর্তী তারিখ আগামী ১৭ অক্টোবর ধার্য করেছেন আদালত।

আজ ১৭ মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকা মহানগর হাকিম মো. জিয়াউর রহমান পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

প্রসঙ্গত গত ২৮ এপ্রিল রাতে জঙ্গি আস্তানা সন্দেহে বসিলার মেট্রো হাউজিংয়ের ৮ নম্বর রোডে একটি টিনশেড বাসা ঘিরে ফেলেন র্যাবের সদস্যরা।

পর দিন সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হন বলে দাবি করে র্যাব।

এ ঘটনায় ওই দিনই রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন র্যাব-২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল্লাহ।

মামলায় নিহত দুজনসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।

সূত্র: যুগান্তর