ছাত্রদলের কাউন্সিল বন্ধে আদালতের নিষেধাজ্ঞা, জরুরি বৈঠক আহ্বান

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৬

ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল বন্ধে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছে। হঠাৎ করেই  আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হওয়ায় স্তম্ভিত পুরো বিএনপি। উদ্ভূত পরিস্থিতিতে কাউন্সিল নিয়ে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন দলটির নেতারা। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জরুরি বৈঠকে বসছেন দলটির নেতারা। এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা ও ছাত্রদলের কাউন্সিল পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেবেন।

বৃহস্পতিবার রাতে আমান উল্লাহ আমান নামে ছাত্রদলের সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র সহকারী চতুর্থ জজ আদালত কাউন্সিলে স্থগিতাদেশ দেন। একইসঙ্গে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয় বিএনপির নয় জন নেতাকে।

আদালতের এমন নির্দেশ শোনার পর বিএনপিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন,  ছাত্রদলের সহ ধর্মবিষয়ক সাবেক সম্পাদক আমান উল্লাহর করা মামলার পরিপ্রেক্ষিতে কাউন্সিল স্থগিতাদেশ সম্পূর্ণ অযৌক্তিক। এর পছনে সরকারের মাস্টারপ্ল্যান আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত