মহাসড়ক করার কোন অভিজ্ঞতা’তো বিএনপির নেই: কাদের

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মহাসড়ক করার কোন অভিজ্ঞতা’তো বিএনপির নেই। এ দেশে সড়ক অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে, এ সবের বিষয়েও তাদের কোন অভিজ্ঞতা নেই।’

আজ ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বনানীর সেতু ভবনে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘যখন ক্ষমতায় ছিল তখন চার লেনের কোন রাস্তাই ছিল না। পদ্মাসেতু, মেট্রোরেল এ সব তারা স্বপ্নেও দেখে নি। তাই টোল আদায়ের সিদ্ধান্ত নিয়ে তারা মিথ্যাচার করছে।’

তিনি বলেন, ‘অন্যান্য দেশে যে টোল আদায় হয় এটা বিএনপি জেনেও না জানার ভান করছে। রাস্তা করতে হলে তো রাস্তা ব্যবহার উপযোগী রাখতে হয়, রাস্তার’তো মেন্টেইনেন্স আছে।’

বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। আওয়ামী লীগ আন্দোলন মোকাবিলা করেই ক্ষমতায় এসেছে। আন্দোলন শান্তিপূর্ণভাবে করলে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, বিশৃঙ্খলা করলে সমোচিত জবাব দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত