পাবনা সদর থানার ওসি প্রত্যাহার, এসআই বরখাস্ত

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯

পাবনায় গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ মামলা না নেওয়া ও থানায় এনে এক ধর্ষকের সাথে বিয়ে দিয়ে দেওয়ার ঘটনায় সদর থানার ওসি ওবায়েদুল হককে প্রত্যাহার ও এসআই একরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

এছাড়া সকালে মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এরআগে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে এক ধর্ষকের বিয়ে দেওয়ার ঘটনায় সদর থানার ওসিকে শোকজ করা হয়েছিল।

২৯ আগস্ট রাতে একই গ্রামের আকবর আলীর ছেলে রাসেল মিয়া, ভাটপাড়া গ্রামের হোসেন ড্রাইভার, টেবুনিয়া রানী গ্রামের সিরাজ মাস্টারের ছেলে ঘন্টু, ফলিয়া গ্রামের কামালের ছেলে সঞ্জু এবং সাতমাইল এলাকার ফজলুর ছেলে ওসমান ওই গৃহবধূকে অপহরণ করে নিয়ে যায় এবং তিন দিন বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে। গৃহবধূ কৌশলে পালিয়ে স্বজনদের বিষয়টি জানালে তারা গত বৃহস্পতিবার তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে গৃহবধূ সদর থানায় লিখিত এজাহার দিলে পুলিশ রাসেলকে আটক করে। তবে ঘটনাটি মামলা হিসেবে না নিয়ে পর দিন রাতেই আগের স্বামীকে তালাক দিয়ে স্থানীয় একটি চক্রের মধ্যস্থতায় গৃহবধূর সঙ্গে রাসেলের বিয়ে দেন ওসি। তবে বিয়ের ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ওসি। তিনি এর আগে দাবি করেন, ওই গৃহবধূ প্রথমে ধর্ষণের অভিযোগ দিলেও পরে তা প্রত্যাহার করে নেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত