ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় শতভাগ বিদ্যুৎ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। দেশের কাপ্তাইয়ে প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প, নতুন চার বিদ্যুৎকেন্দ্র এবং জেলার হরিপুর উপজেলাসহ দেশের ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গী উপজেলাসহ আরও ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের পরিষদের নব-নির্মিত অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনের আগে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আদিবাসী নেতা শনিরাম হেমরম।

বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করার জন্য নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও জেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম। আজ উদ্বোধনের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত