প্রধানমন্ত্রীর সাথে ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদকের দেখা করার অনুমতি স্থগিত

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৪

ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার স্থায়ী অনুমতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গণভবনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নাম বাদ দিতে নির্দেশ দেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও অঙ্গ-সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের মৌখিকভাবে অনুমতির পাশাপাশি তালিকা দয়া থাকে। ওই তালিকা থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম বাদ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের বর্তমান কমিটি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের এক নেতা জানান, বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ পেয়েছেন তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন ছাত্রলীগের বর্তমান শীর্ষ নেতাদের ওপর।

ওই নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমি ছাত্রলীগের এমন নেতা চাই না, যাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ পর্যন্ত উঠেছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত