‘আসামির’ স্ত্রীকে গণধর্ষণ: তিন আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৬

ঘুষ না পেয়ে ‘আসামির’ স্ত্রীকে গণধর্ষণ মামলার গ্রেপ্তার তিন আসামির প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইনসপেক্টর শেখ মোনায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হুসাইন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। রবিবারই তাদের জ্ঞিাসাবাদের জন্যে পিবিআই হেফাজতে নেওয়া হবে।

এ ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটির রবিবার তদন্ত প্রতিবেদন দাখিলেন কথা থাকলেও তারা নতুন করে সময় বৃদ্ধির আবেদন করেন।

আদালতে আসামি কামরুজ্জামান ওরফে কামরুল, আব্দুল লতিফ ও আব্দুল কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে ৫দিন করে রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান শেখ মোনায়েম হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার বলেন, তদন্ত রিপোর্ট ৩ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু ঘটনার গুরুত্ব অনুধাবন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সুপার মহোদয়ের কাছে আরও ৭দিন সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত