সিরাজগঞ্জে আতিথিয়তায় মুগ্ধ ভারতীয় হাইকমিশনার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৩

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারের আমন্ত্রণে দুই দিনের সফরে এসে আতিথিয়তায় মুগ্ধ ও প্রশংসা ব্যাক্ত করেছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস সিরাজগঞ্জে পরিদর্শনে এসে প্রথমেই পানি উন্নয়ন বোর্ডের বাংলো যমুনা বিলাসে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

এসময় উপস্থিত ছিলেন প্রশাসক ডক্টর ফারুক আহাম্মদ, এসপি মোঃ আবু ইউসুফ, পাওবোর প্রধান প্রকৌশলী জনাব মহম্মদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব তারিক আবদুল্লাহ আল ফায়াজ, নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শফিকুল ইসলাম।

দুদিনের সফরে তিনি যমুনার হার্ড পয়েন্ট ও ৩নং ক্রসবারে বৃক্ষরোপণ উৎসবে অংশগ্রহণ করে নীল কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।

এর পর শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধায়  তিনি বেলকুচি উপজেলার সেন-ভাঙ্গাবাড়ী কবি রজনীকান্ত স্মৃতি পাঠাগারের আয়োজনে কবি রজনীকান্ত স্মৃতি পাঠাগার পরিদর্শন ও সংবর্ধনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার।

আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, সহকারী কমিশনা (ভূমি) আফসানা ইয়াসমিন, কবি রজনীকান্ত স্মৃতি পাঠাগারের পৃষ্টপোষক এ্যাড, ছানোয়ার হোসেন তালুকদার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলামসহ অনেকে।

সিরাজগঞ্জ পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এর সম্মানে পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলো "যমুনাবিলাস" এ আয়োজিত ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সচিব কবির বিন আনোয়ার সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা "পাহাড়চূড়ায়" আবৃত্তি করেন।

দুদিনের সফরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস আতিথিয়তায় মুগ্ধ হয়ে সিরাজগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত