রোহিঙ্গারাও সভা করেছে, আমরা পারছি না

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৩

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে রোহিঙ্গারাও সভা করেছে, আমরা সভা করতে পারছি না। ইঁদুরের মতো লুকিয়ে সভা করছি। আর মুখে বড় বড় কথা। এসময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজে লাগানো উচিত বলে মন্তব্য করেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার তার ব্যর্থতা ঢাকার জন্য মানুষের ইমোশনকে অন্যদিকে তাড়িত করছে। আমরা সবাই চাই রোহিঙ্গারা চলে যাক, কিন্তু গলা ধাক্কা দিয়ে নয়, অকারণ অপবাদ দিয়ে নয়।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই এবং দুর্নীতিতে ভরে গেছে। দুর্নীতির কারণেই আজকে ক্ষমতায় যাওয়া ও ক্ষমতায় থাকার প্রবণতা বেশি। কারণ, বিনা ভোটে একবার ক্ষমতায় গেলে কোটি কোটি টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত