স্পিকারের কাছে রওশন এরশাদের পাল্টা চিঠি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৩

সংসদের বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পাল্টা চিঠি দিয়েছেন রওশন এরশাদ। এতে জিএম কাদেরের চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা গ্রহণ না করার অনুরোধ করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে স্পিকারের কার্যালয়ে এ চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। রওশন এরশাদের চিঠি পাওয়ার বিষয়টি স্পিকারের দফতর থেকে নিশ্চিত করা হয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের সিনিয়র চেয়ারম্যান ও বর্তমান সংসদ উপনেতা রওশন এরশাদ বুধবার স্পিকারকে একটি চিঠি দিয়েছেন। জিএম কাদেরের চিঠিটি যথাযথভাবে পাঠানো হয়নি এবং সংসদীয় দল বা পার্টির কোনও পর্যায় থেকে সিদ্ধান্ত নিয়ে ওই চিঠি পাঠানো হয়নি, সেটা জানিয়েই এই চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টির পার্লামেন্টারি কমিটির কোনও বৈঠক ছাড়া স্পিকারকে দেওয়া জিএম কাদেরের চিঠির কোনও দাম নেই।

এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন জানান, তিনি একটি চিঠি পেয়েছেন। তবে, সেখানে কী রয়েছে তা তিনি এখনও দেখেননি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত