প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার নোট ভুয়া

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্যাটেলাইটের ছবিযুক্ত ১০০ টাকার একটি নোটের ছবি ঘুরতে দেখা যাচ্ছে। ফেসবুকে অনেকে পোস্ট করে এটিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাজারে ছাড়া নতুন নোট বলেও দাবি করছেন। তবে বাংলাদেশ ব্যাংক নোটের বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ভুয়া। এরকম কোনো নোট বাজারে ছাড়া হয়নি, বা ছাড়ার পরিকল্পনাও নেই।

এ ব্যাপারে যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে কাগুজে সব নোটে বঙ্গবন্ধুর ছবি যুক্ত আছে। তবে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়া হয়নি।

জানা যায়, স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম নোট ছাপা হয়। ১৯৭২ সালের ২ জুন প্রথম বাজারে ছাড়া হয় ১০ টাকার নোট। এরপর ধীরে ধীরে বাজারে আসে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট। এর প্রায় সবই বাজারে আসে ১৯৭২-৭৬ সালের মধ্যে। চাহিদার পরিপ্রেক্ষিতে ১৯৭৯ সালে ২০ টাকার নোট ও ১৯৮৮ সালে ২ টাকার নোট ছাড়া হয়। ২০০৮ সালে প্রথম বাজারে আসে ১০০০ টাকার নোট। ওদিকে স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে বাজারে ছাড়া হয় ১, ৫, ১০, ২৫, ৫০ পয়সা ও ১, ২, ৫ টাকার কয়েন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত