চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তাল; আহত ৪

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলের সুট দখলকে কেন্দ্র করে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের হুইস পাইপ কেটে সহকারী লোকমাস্টারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত চট্টগ্রাম শহরের সাথে বিশ্ববিদ্যালয়ের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার প্রথম শাটল ট্রেনের হুইস পাইপ কেটে সহকারী লোকো মাস্টারকে অপহরণ করা হয়। এ কারণে সকাল হতে বিশ্ববিদ্যালয়গামী কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি।

জানা যায়, শনিবার রাতে ক্যাম্পাসে সোহরাওয়ার্দী হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়।

মোঃ আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানিয়েছেন, “সিট দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। এসময় দু’পক্ষে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার চারজন আহত হয়েছে।"

আহতরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের ১০-১১ শিক্ষাবর্ষের মো. ইলিয়াছ, পরিসংখ্যান বিভাগের ১০-১১ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের ওবায়দুর রহমান লিমন, লোক প্রশাসন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের নিলয় হাসান।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, শাটল ট্রেন ভিত্তিক সংগঠন সিএফসি'র কর্মীরা হলে সিট দখল করতে এলে বিজয় গ্রুপের কর্মীরা তাতে বাধা দেয়। এতেই হাতাহাতির সূত্রপাত ঘটে। গ্রুপ দুটিই ছাত্রলীগের সাথে জড়িত বলে জানা গিয়েছে।

তবে ছাত্রলীগ চবি শাখার সভাপতি রেজাউল হক মারামারির ব্যাপারটি স্বীকার করলেও জানিয়েছেন, “দুষ্কৃতকারীরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে বারবার আমার ছেলেদেরকে আক্রমণ কর আসছে। গতকালও তারা সোহরাওয়ার্দী হল মোড়ে আমাদের ছেলেদের উপর হামলা চালায়। পরে আমাদের নেতৃবৃন্দ হলের মোড়ে অবস্থান নিলে তারা দৌড়ে পালিয়ে যায়।"

এদিকে বিজয় গ্রুপের নেতা ও সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম তারেকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নির্দেশে এই অতর্কিত হামলা চালানো হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। তাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু সবাইকে নিয়ে একসাথে রাজনীতি করার মন-মানসিকতা তার নেই। তার মতো একজন অছাত্রের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি কখনও সফল হবে না।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত