মুক্তিযুদ্ধে জিয়া পাকিস্তানের এজেন্ট ছিলেন: হানিফ

প্রকাশ | ৩০ আগস্ট ২০১৯, ১৪:২৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন, তিনি-ই বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শোক দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এসময় হানিফ আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয় পুরস্কার দেন জিয়া। বঙ্গবন্ধুর অপরাধ ছিলো স্বাধীকারের কথা বলা, তাই পাকিস্তানি শাষকগোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার হন তিনি। যার চূড়ান্ত পরিণতি হত্যাকাণ্ড। অবিলম্বে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানান আওয়ামী লীগের এ নেতা।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়েও রাজনীতি করছে বিএনপি।